স্টাফ রিপোর্টার : মীরসরাইয়ের জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল এলাকায় শনিবার একটি মুঠোফোন অপারেটরের সিম বিক্রয়কর্মী নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে সিএনজিচালিত অটোরিকশা চালক আবদুল্লাহ নামের একজনকে আটক করে স্থানীয়রা। খবর পেয়ে জোরারগঞ্জ থানা পুলিশের একটি দল ভিকটিমের অভিযোগের ভিত্তিতে ধর্ষক আবদুল্লাহ’কে গ্রেফতার করে হেফজতে নেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শিল্প নগরে সিম বিক্রি শেষে সিএনজিচালিত অটোরিকশাযোগে বাড়ী ফেরার পথে সিএনজি চালক ও তাঁর একসহযোগী ঔই নারীকে গাড়ী থেকে নামিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
আটককৃত সিএনজি অটোরিকশা চালক ইছাখালী ইউনিয়নের চরশরৎ এলাকার বাসিন্দা।
এ ঘটনায় আজিজ নামের আরো একজন আসামি পলাতক রয়েছে। রবিবার গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম।
