কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ রফিকুল ইসলাম (৫৫) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) রাতে গোয়েন্দা পুলিশের একটি দল কক্সবাজার পৌরসভার কেন্দ্রীয় ঈদগাঁহ জামে মসজিদ এলাকায় এ অভিযান চালায়।
এসময় ৩০ হাজার ইয়াবাসহ রফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে উত্তর বাহারছড়া এলাকায় তার ভাড়া বাসায় অভিযান চালিয়ে আরও ৩০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতা আসামি রফিকুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার দূর্গারামপুর গ্রামের মৃত আবু তাহেরের ছেলে। বর্তমানে তিনি কক্সবাজার পৌরসভার উত্তর বাহারছড়া এলাকায় বসবাস করছিলেন।
রোববার (৩১ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার জেলা পুলিশের মুখপাত্র জসিম উদ্দিন চৌধুরী।
তিনি জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
