ঢাকাMonday , 1 September 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে ছিনতাইকারী চক্রের নারী সদস্য গ্রেপ্তার

admin
September 1, 2025 9:34 pm
Link Copied!

চাঁদপুরের কচুয়ায় মায়ানুর (২৪) নামে ছিনতাইকারী চক্রের এক নারী সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১ সেপ্টেম্বর) সকালে উপজেলা সদর দক্ষিণ ইউনিয়নের কচুয়া-সাচার সড়কের ঘাগড়া গ্রাম থেকে ওই নারী ছিনতাইকারী চক্রের সদস্যকে স্থানীয়রা আটক করে কচুয়া থানার পুলিশের কাছে সোপর্দ করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সদর দক্ষিণ ইউনিয়নের ৪৬ নম্বর আকানিয়া উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী আরিফা সুলতানা (৮) প্রকৃতির ডাকে সাড়া দিতে বিদ্যালয়ের বাথরুমে প্রবেশ করেন। বাথরুমের পাশে লুকিয়ে থাকা মায়ানুর নামে ওই নারী, শিক্ষার্থী আরিফা সুলতানার মুখ-হাত ওড়না দিয়ে বেঁধে তার কানের স্বর্ণের দুল নিয়ে যায় এবং বাথরুমের দরজা বাইরে থেকে আটকে দেয়।

পরে ওই শিক্ষার্থীর ডাক চিৎকার শুনে বিদ্যালয়ের দফতরি আব্দুল কাদের বাথরুম থেকে শিক্ষার্থীকে উদ্ধার করতে গেলে ওই ছিনতাইকারী দ্রুত বিদ্যালয় গেট দিয়ে চলে যেতে দেখতে পান।

বিষয়টি প্রধান শিক্ষক মো. ওবায়দুর রহমানকে জানালে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও স্থানীয় লোকজন ছিনতাইকারীকে ঘাগড়া গ্রাম থেকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ছিনতাইকারীকে আটক করে থানায় নিয়ে আসে।

ওই ছিনতাইকারী মায়ানুর পৌর এলাকার করইশ গ্রামের হাজী বাড়ির রুহুল আমিন স্ত্রী।

বিদ্যালয় প্রধান শিক্ষক ওবায়দুর রহমান বলেন, দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী আরিফা সুলতানা বাথরুমে গেলে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়। ছিনতাইকারী দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।

উপজেলা সহকারী শিক্ষা অফিসার সুভাষ চন্দ্র বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষয়টি উপজেলা শিক্ষা অফিসারকে অবগত করলে বিদ্যালয়ে এসে দেখি ওই ছিনতাইকারী চক্রের সদস্যকে স্থানীয়রা আটক করে রেখেছেন। পরে পুলিশ এসে ছিনতাইকারীকে থানায় নিয়ে যায়। বিদ্যালয়, শিক্ষার্থী ও অন্যান্য নিরাপত্তার স্বার্থে বিদ্যালয় প্রধান গেটসহ চারিদিকে সিসি ক্যামেরা স্থাপন করার জন্য প্রধান শিক্ষককে নির্দেশনা প্রদান করা হয়েছে। পাশাপাশি বিদ্যালয়ের অফিস কক্ষটি দোতলায় থেকে নিচ তলায় আনার জন্য বলা হয়েছে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম জানান, মায়ানুর নামে ওই নারীকে ছিনতাইয়ের অভিযোগে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা করে চাঁদপুর আদালতে পাঠানো হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।