ঢাকাTuesday , 2 September 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে আ.লীগের ৯ নেতাকর্মী গ্রেফতার

admin
September 2, 2025 6:34 pm
Link Copied!

অনলাইন ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের আরও ৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

সোমবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টা থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

গ্রেফতাকৃতরা হলেন : ঢাকা মহানগর দক্ষিণ শ্যামপুর থানা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি শহিদুল ইসলাম (৫২), ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাহাত আল ইমতিয়াজ (২৮), রমনা থানা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফাতেমা আলম (৪৫),  মাদারীপুর জেলার শিবচর উপজেলার নিলখী ইউনিয়নের যুবলীগের সভাপতি মো.আনোয়ার হোসেন (৫৪), কক্সবাজার জেলার রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ সিকদার (৪৫), ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের উপ-ধর্ম  বিষয়ক সম্পাদক মো.আব্দুল্লাহ (৩১), কেআইবি ও শী-শেল ইউনিট আওয়ামী লীগের গোপন ট্রেনিংয়ের ওবিটি অ্যান্ড এসটিএম সদস্য ইসা আহমেদ (২৩), মোহাম্মদপুর থানাধীন ৩২ নং ওয়ার্ড ইউনিট আ.লীগের সাধারণ সম্পাদক  আব্দুর রাজ্জাক (৪৩) ও আ.লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য মো. এরশাদুল কবির আবিদ (৪২)।

মুহাম্মদ তালেবুর রহমান বলেন, সোমবার (১ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ৭টায় শহিদুল ইসলামকে মতিঝিল থানাধীন ফকিরাপুল এলাকা থেকে গ্রেফতার করে ডিবি ওয়ারী বিভাগের একটি টিম। আল ইমতিয়াজকে একই রাত আনুমানিক ৮টায় ধানমন্ডি থানা এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করে ডিবি ওয়ারী বিভাগের অন্য একটি টিম। রাত আনুমানিক ৯টায় রমনা এলাকায় অভিযান চালিয়ে ফাতেমা আলমকে গ্রেফতার করে ডিবি ওয়ারী বিভাগ।

অন্যদিকে রাত আনুমানিক ১১ টা ২৫ মিনিটে খিলগাঁও থানাধীন তালতলা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আনোয়ার হোসেনকে আটক করে ডিবি মতিঝিল বিভাগ।

তিনি বলেন, রাত আনুমানিক পোন ১২টায় আবদুল্লাহ সিকদারকে শান্তিনগর এলাকা থেকে গ্রেফতার করে ডিবি ওয়ারী বিভাগের একটি টিম। একইদিন রাত আনুমানিক ১১টা ৫৫ মিনিটে যাত্রাবাড়ী এলাকা থেকে মো. আব্দুল্লাহকে গ্রেফতার করে ডিবি সাইবার বিভাগ।

আরেক অভিযানে রাত আনুমানিক ২টায় ডিবি মিরপুর বিভাগের একটি টিম ধানমন্ডি ঝিগাতলা এলাকা থেকে ইসা আহমেদকে আটক করে। রাত আনুমানিক ১২ টা ৫৫ মিনিটে হাজারীবাগ থানাধীন পূর্ব রায়েরবাজার এলাকা থেকে আব্দুর রাজ্জাককে আটক করে ডিবি সাইবার দক্ষিণ বিভাগের একটি টিম।

এছাড়া ভোর আনুমানিক ৫ টা ১৫ মিনিটে মো. এরশাদুল কবির আবিদকে মালিবাগ এলাকা হতে আটক করে ডিবি সাইবার বিভাগ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।