চট্টগ্রামের মীরসরাই উপজেলার বারইয়ারহাট পৌর বাজারে দ্বিতীয় দফায় উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে পৌর বাজারের ট্রাফিক পুলিশ বক্স সংলগ্ন এলাকা ও মহাসড়কের পশ্চিম পাশে ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বারইয়ারহাট পৌর প্রশাসক সোমাইয়া আক্তার। এ সময় বারইয়ারহাট পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও জোরারগঞ্জ থানা পুলিশ উপস্থিত ছিলেন।
অভিযানে প্রায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে শাহ আমানত রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বারইয়ারহাট পৌর প্রশাসক সোমাইয়া আক্তার বলেন,“ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা স্থাপনার কারণে পথচারী ও যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। এর আগে একাধিকবার নোটিশ দেওয়া হলেও তারা সাড়া দেয়নি। পথচারীর চলাচল ও জনস্বার্থে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
