ঢাকাWednesday , 3 September 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মিরসরাইয়ে অটোচালক-পর্যটক সংঘর্ষে ; আহত ১৫

admin
September 3, 2025 5:35 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার : চট্টগ্রামের মিরসরাই উপজেলার খৈয়াছড়া ঝরনার এলাকায় পর্যটক ও সিএনজিচালিত অটোরিকশা চালকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

বুধবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

জানা যায়,বুধবার সকালে নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ থেকে বাস নিয়ে ঝরনায় ঘুরতে আসেন একদল পর্যটক। বাস নিয়ে মহাসড়ক থেকে ঝরনা সড়কে প্রবেশের সময় স্থানীয় অটোরিকশা (সিএনজি) চালকরা বাধা দিলে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়।

আহত পর্যটক বিপ্লব অভিযোগ করে বলেন, ‘আমরা গাড়ি নিয়ে প্রবেশ করার সময় স্থানীয় অটোরিকশা চালকরা আমাদের ওপর চড়াও হয়। এক পর্যায়ে তারা লাঠি ও দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে আমাদের হাসান, বিপ্লব, সাকিব, মো. হাসান, সিয়ামসহ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। স্থানীয়দের এমন আচরণে হতভম্ব হয়ে যাই। এরপর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমরা বাস নিয়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিই।’

পর্যটকেরা দাবি করেন, তারা ঘুরতে এসে স্থানীয়দের দ্বারা হয়রানি ও হামলার শিকার হয়েছেন। ফলে পর্যটকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে।

অন্যদিকে অটোরিকশা চালক আনোয়ার হোসেন বলেন, ‘আমরা শুধু বলেছিলাম, বড় বাস ঝরনায় প্রবেশ করতে পারবে না। কারণ সড়কটি ছোট, সব বাস মহাসড়কে থাকে। এখান থেকে অটোরিকশা বা হেঁটে ঝরনায় যেতে হয়। কিন্তু তারা তা মানতে চায়নি। তারা ১০-২০ জন মিলে আমাদের ওপর চড়াও হয়। এক পর্যায়ে কিল-ঘুষি মারেন। এতে আমাদের হোরা মিয়া, গিয়াস উদ্দিন, ফখরুল, পাবেল, কামরুল, আরমানসহ কয়েকজন আহত হন। প্রথমে পর্যটকরা আমাদের লোকজনকে মারধর করে।’

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, ‘পর্যটক ও সিএনজিচালকদের মধ্যে তর্ক-বিতর্কের পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।