স্টাফ রিপোর্টার :
মীরসরাই উপজেলা চিংড়ী চাষী মালিক সমিতি ও ভূমিহীন মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে উপজেলার চরাঞ্চলে চিংড়ি চাষের পূনর্জাগরনের লক্ষে এক জরুরী সভা শনিবার ( ৬ সেপ্টেম্বর) মীরসরাই কলেজ মিলনায়তনে অনুষ্টিত হয়।

চিংড়ি সমিতির সভাপতি প্রফেসর আতিকুল ইসলাম লতিফীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জিয়াউর রহমান এর সঞ্চালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলার বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক প্রফেসর এম ডি এম কামাল উদ্দিন চৌধুরী।
এতে আরো বক্তব্য রাখেন নিজামপুর কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, মফিজ উদ্দিন, সানাউল্লাহ, শামীম উদ্দিন, শফিকুর রহমান প্রমুখ।
আলোচনায় বক্তাগন মীরসরাই উপজেলার সাথে সোনাগাজী সীমানা বিরোধ ও বেদখল হয়ে যাওয়া চিংড়ি প্রকল্প সমূহ পূনরুদ্ধার,নবায়ন সহ বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ প্রহনের সর্বসম্মত সিদ্ধান্ত গৃহিত হয়।
